বৃহস্পতিবার (২৯ নভেম্বর) আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে রওনা হওয়ার পর ট্রাম্প টুইট বার্তায় প্রত্যাশিত ওই বৈঠক বাতিলের ঘোষণা দেন।
এতে তিনি বলেন, রাশিয়ার আটক করা জাহাজ এবং নাবিকরা ইউক্রেনে এখনও ফেরেননি।
তবে রুশি সংবাদমাধ্যম বলছে, ওই সংকটসহ নানা কারণে বৈঠকটি বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।
যদিও এর আগে পূর্বনির্ধারিত ওই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ক্রেমলিনকে জানিয়েছিল ওয়াশিংটন। তবে এরও আগে ইউক্রেন সংকটের কারণে বৈঠকটি বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প নিজেই।
তখন তিনি বলেছিলেন, ক্রিমিয়া উপকূলের কাছে রাশিয়া-ইউক্রেনের ঘটনার ‘পূর্ণাঙ্গ বিবরণের’ অপেক্ষা করছেন তিনি। এরপরে তিনি ওই বৈঠকের ব্যাপারে পুরো সিদ্ধান্তে পৌঁছবেন। তবে তিনি এও বলেছিলেন, সম্ভবত এ বৈঠক হবে না।
যা এখন বাতিলই করে দিলেন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের ফাঁকে ১ ডিসেম্বর শীর্ষ এ দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
টিএ