বৃহস্পতিবার (২৯ নভেম্বর) কাতসোতোশি জিতসোকাওয়া (৪২) নামের ওই পাইলটের দেহে বৈধতা থেকে নয় গুণ বেশি মদ পাওয়ায় ওই কোর্টের বিচারক ফিলিপ ম্যাথিউস তাকে এ দণ্ড দেন।
এর আগে গত ২৮ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় জাপান এয়ারলাইন্সের ওই পাইলটকে গ্রেফতার করা হয়।
ওইদিন ফ্লাইট উড্ডয়নের ৫০ মিনিট আগে তিনি শ্বাস পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তাকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।
সংবাদমাধ্যম বলছে, জিতসোকাওয়ার প্রতি ১০০ মিলিমিটার রক্তে ১৮৯ মিলিগ্রাম মদ বিদ্যমান ছিল। যুক্তরাজ্যে সাধারণ মানুষের রক্তে ৮০ মিলিগ্রাম মদ থাকা স্বাভাবিক হলেও একজন পাইলটের ক্ষেত্রে এ পরিমাণ রক্তে ২০ মিলিগ্রাম মদ থাকা বৈধ।
টোকিও থেকে একটি ফ্লাইট নিয়ে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন জিতসোকাওয়া। এরপর ফিরতি ফ্লাইটে যাওয়ার সময় তিনি শ্বাস পরীক্ষায় ব্যর্থ হন।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
টিএ