বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টির এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সময় বুধবার (৫ ডিসেম্বর) সকালে ভোটাভুটির আয়োজন হয় হাউজ অব কমনস এর কমনস প্রিভিলেজ কমিটিতে। এতে ৩১১-২৯৩ ভোটে পাস হয় প্রস্তাবটি।
হাউজ অব কমনস এর স্পিকার জন বারকো বিষয়টি ‘অকল্পনীয়’ বলে আখ্যায়িত করেছেন।
এর আগে গত সোমবার (৩ ডিসেম্বর) পরামর্শ বিষয়ে একটি সারমর্ম সংসদে পেশ করেন অ্যাটর্নি জেনারেল জিওফ্রে কক্স। সেসময় টানা তিন ঘণ্টা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। তবে পরামর্শগুলো ‘জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট নয়’ উল্লেখ করে এ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। এরপরেই দেশটির সংসদ ইতিহাসে নজিরবিহীন এ ভোটের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসএইচএস/আরবি