সোমবার (২৪ ডিসেম্বর) ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা আলোচিত ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট ও আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলার রায় হয়। যে রায়ে তাকে সাত বছরের কারাদণ্ড এবং ২.৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেন আদালত।
মামলার রায়ে বলা হয়েছে- সৌদি আরবের আল আজিজিয়া স্টিল মিলের মালিকানা অর্জন করেছিলেন নওয়াজ। কিন্তু এটার মালিকানা নিতে গিয়ে যে অর্থ বিনিয়োগ করেছিলেন, তার আয়ের উৎস প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন দেশটির তিনবারের এ প্রধানমন্ত্রী।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সাত বছরের এ সাজা নিয়ে নওয়াজ মনে করেন রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর দুর্নীতি করে লন্ডনে বহুতল অ্যাপার্টমেন্ট কেনার অভিযোগে দেশটির একই দুর্নীতি দমন আদালত গত জুলাইয়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
টিএ