ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেন দুর্ঘটনায় নিহত মেক্সিকোর নতুন গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
প্লেন দুর্ঘটনায় নিহত মেক্সিকোর নতুন গভর্নর দুর্ঘটনাকবলিত প্লেন ও মার্থা ইরিকা আলোনসো

দায়িত্ব নেওয়ার মাত্র দশ দিনের মাথায় মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেক্সিকোর পুয়েবলা রাজ্যের এক গর্ভনরের। দুর্ঘটনায় একইসঙ্গে প্রাণ হারিয়েছেন তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালি।

স্থানীয় সময় সোমবার (২৪ ডিসেম্বর) তাদের বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে একসঙ্গে স্বামী-স্ত্রী দুইজনেরই মৃত্যু হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৪৫ বছর বয়সী মার্থা ইরিকা আলোনসো প্রথম নারী গর্ভনর হিসেবে পুয়েবলা রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন গত ১৪ ডিসেম্বর।

তিনি কেন্দ্রীয় ডানপন্থি ‘পান’ পার্টির সদস্য ছিলেন।

দুর্ঘটনায় আলোনসোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। এক টুইটে প্রেসিডেন্ট লোপেজ দুর্ঘটনায় তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

একইসঙ্গে দুর্ঘটনার কী কারণ, তার সত্যতা উদঘাটনে অনুসন্ধান করা হবে বলেও জানান তিনি। তবে প্রাথমিক প্লেনটি দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি।

গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ম্যানুয়েল বারবোসাকে হারিয়ে পুয়েবলার নতুন গর্ভনর নির্বাচিত হন আলোনসো। এরপর গত ১৪ ডিসেম্বর অফিসের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।