ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরীয় সামরিক এয়ারক্রাফট বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
আলজেরীয় সামরিক এয়ারক্রাফট বিধ্বস্ত, নিহত ২ অ্যাটাক এয়ারক্রাফট, ছবি: সংগৃহীত

ঢাকা: আলজেরিয়ায় দেশটির সামরিক বাহিনীর একটি অ্যাটাক এয়ারক্রাফট বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণ চলাকালে এয়ারক্রাফটি বিধ্বস্ত হয়ে এতে থাকা দুইজন নিহত হন।

মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিটি বলছে, বুধবার (২০ ফেব্রুয়ারি) ‘রাশিয়া এসইউ ২৪’ অ্যাটাক এয়ারক্রাফটটি দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ তিয়ারেতের একটি কৃষি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

এর আগে ২০১৮ সালের এপ্রিলে দেশটির সামরিক বাহিনীর একটি প্লেন ভয়াবহভাবে বিধ্বস্ত হয়। সেসময় মারা গিয়েছিলেন ২৫৭ জন। এরপর এটিই প্রথম দুর্ঘটনা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।