ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের পার্লামেন্টে টেরিজা মে’র ব্রেক্সিট প্রস্তাব নাকচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
ফের পার্লামেন্টে টেরিজা মে’র ব্রেক্সিট প্রস্তাব নাকচ পার্লামেন্টে টেরিজা মে

ফের ১৪৯ ভোটের ব্যবধানে পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে'র ব্রেক্সিট প্রস্তাব পরাজিত হয়েছে। টেরিজা মে’র প্রস্তাব দ্বিতীয়বারের মতো নাকচ করে দিয়েছে পার্লামেন্ট সদস্যরা।

মঙ্গলবার (১২ মার্চ) দ্বিতীয় দফার এই ভোটাভুটিতে ৬৫০ সদস্যের পার্লামেন্টে ৩৯১-২৪২ ভোটে প্রস্তাবটি নাকচ হয়েছে। প্রথমবারে যে ব্যবধানে নাকচ হয়েছে এবার সেই ব্যবধান কিছুটা কমে এসেছে।

জানুয়ারিতে প্রথম ৪৩২-২০২ ভোটে নাকচ হয়েছিল।

২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। পরবর্তী সম্পর্কের রূপরেখা নিয়ে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে।

এর আগে পার্লামেন্টে সেই চুক্তি অনুমোদনের বাধ্যবাধকতায় গত ১৫ জানুয়ারি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তাতে ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টের ভোটাভুটিতে বড় ধরনের হার হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’র।

বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৯
এমইউএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।