ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাখাইনে হেলিকপ্টার হামলায় পাঁচ রোহিঙ্গা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
রাখাইনে হেলিকপ্টার হামলায় পাঁচ রোহিঙ্গা নিহত ফাইল ফটো।

ঢাকা: মিয়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর হেলিকপ্টার হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে পাঁচ রোহিঙ্গা নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক আইন প্রনেতা এবং রাখাইনের অধিবাসীরা।

স্থানীয় আইন প্রনেতা মং কিয়াও জান বলেন, হামলার এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহতদের উদ্ধার করে বুথিডাউং শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।  

তিনি বলেন, আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, আকাশ পথ থেকে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।  

তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির সেনাবাহিনী।

মেজর জেনারেল তুন তুন নিয়ি বলেন, এ ব্যাপারে সঠিক সময়ে সঠিক তথ্য জানাবে সেনাবাহিনী।

২০১৭ সালে মিয়ানমারের সেনা বাহিনী কর্তৃক দেশটির রাখাইন রাজ্য থেকে অত্যাচারিত হয়ে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশত্যাগ করতে বাধ্য হয়। এরপর তারা বাংলাদেশের শরণার্থী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।  

এ ঘটনার পরেই বিশ্বব্যাপী মিয়ানমার সেনাবাহিনী ও তাদের সরকারের সমালোচনা শুরু হয়। মিয়ানমার সেনাবাহিনীর এ কাজকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

বাংলা‌দেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।