ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় গির্জা-হোটেলে বোমা হামলা, শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
শ্রীলঙ্কায় গির্জা-হোটেলে বোমা হামলা, শতাধিক নিহত কলোম্বোর গীর্জায় হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ৪৫০ জনের বেশি। 

রোববার (২১ এপ্রিল) সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গির্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের গির্জা এবং আশপাশের কয়েকটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।  

রোববার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে।

প্রার্থনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় জড়ো হতে থাকেন।  আর এর মাঝেই পৃথক জায়গায় প্রায় একই সময়ে এসব হামলা চালানো হয়েছে।  

হামলার পর কলম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গির্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।  

স্থানীয় সংবাদমাধ্যম সানডে টাইমসের খবরে বলা হয়, পৃথক হামলায় কমপক্ষে ১০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে ৪শ’র বেশি মানুষ। যাদের কলম্বোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলম্বো ন্যাশনাল হসপিটালের এককর্মী সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আটজনের চিকিৎসা শুরু হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই রোগীর সংখ্যা বাড়তে থাকে।      

কলম্বো পুলিশ বলছে, কারা এ বোমা হামলা করেছে তা এখনও পরিষ্কার নয়। আমাদের কর্মীরা আহতদের উদ্ধারে কাজ করছেন।  

এ ঘটনায় শোক জানিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন। এদিকে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯/আপডেট: ১২৪০ ঘণ্টা
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।