ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ অনুরোধ প্রত্যাখ্যান শ্রীলঙ্কান পুলিশ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
পদত্যাগ অনুরোধ প্রত্যাখ্যান শ্রীলঙ্কান পুলিশ প্রধানের

ঢাকা: শ্রীলঙ্কায় কয়েক দফা ভয়াবহ বোমা হামলার ঘটনার জেরে দেশটির পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরাকে পদত্যাগের অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তবে প্রেসিডেন্টের সে পদত্যাগ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন পুলিশ প্রধান।

শনিবার (২৭ এপ্রিল) প্রেসিডেন্ট কার্যালয় সূত্রের বরাতে এ তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, দেশটিতে ভয়াবহ এ বোমা হামলার ঘটনার পর থেকেই সমালোচনার মুখে রয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা।

তবে এর দায় তিনি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো ও পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরার ওপর। কারণ তাদের কাছে হামলার ব্যাপারে আগ থেকে তথ্য থাকা সত্ত্বেও তারা প্রেসিডেন্টকে কিছু জানাননি।  

এদিকে পুলিশ দাবি করছে, তারা হামলার ব্যাপারে আগ থেকেই সতর্কতার কথা জানালেও তখন তা গুরুত্বের সঙ্গে নেয়নি কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো।

পরে শুক্রবার (২৬ এপ্রিল) পুলিশ প্রধানের পদত্যাগের কথা জানান প্রেসিডেন্ট সিরিসেনা।

তবে প্রেসিডেন্ট কার্যালয় সূত্রে জানা যায়, প্রেসিডেন্টের পদত্যাগ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন পুলিশ প্রধান।

গত ২১ এপ্রিল (রোববার) খিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়। এরপরই বাড়তে থাকে নিহতের সংখ্যা। যা শেষপর্যন্ত ৩৫৯ এ গিয়ে ঠেকে। পরবর্তীতে গণনায় ভুল হয়েছে বলে সে সংখ্যা ১০৬ জন কমিয়ে ২৫৩-তে এসে দাঁড়ায় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ওই ঘটনার পর দেশব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে নামে পুলিশ ও সেনাবাহিনী। তদন্তের স্বার্থে এখন পর্যন্ত সিরিয়া ও মিশরের নাগরিকসহ অন্তত ৭৬ জনকে আটক করা হয়েছে।

এ হামলার পেছনে স্থানীয় বিদ্রোহীগোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামায়াত রয়েছে বলে জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

তবে মঙ্গলবার (২৩ এপ্রিল) হামলাটির দায় স্বীকার করে আইএস। প্রমাণ হিসেবে হামলাকারীদের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।