ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে প্লেন দুর্ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৯
দুবাইয়ে প্লেন দুর্ঘটনায় নিহত ৪ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাইয়ে একটি ছোট প্লেন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র তিন মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। এতে বিশ্বের অন্যতম ব্যস্ত এ বিমানবন্দরটিকে প্রায় ৪৫ মিনিট প্লেন উঠানামা বন্ধ থাকে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাটিতে আছড়ে পড়ে চার আসনের প্লেনটি। এতে প্লেনের পাইলট, সহকারী পাইলট ও দুই যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে তিনজন ব্রিটিশ ও একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক।

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ডিএ৪২ প্লেনটি যুক্তরাজ্যে রেজিস্ট্রি করা। এর মালিক পশ্চিম সাসেক্সের ফ্লাইট ক্যালিব্রেশন সার্ভিসেস। এ প্রতিষ্ঠানটি নেভিগেশন কর্মকর্তাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে আনা-নেওয়ার কাজ করে।  

দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে জেনারেল সিভিল অ্যাসোসিয়েশন অথোরিটি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।