ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে স্কুলগামী শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মে ২৮, ২০১৯
জাপানে স্কুলগামী শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা, নিহত ২ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানে স্কুলগামী একদল শিক্ষার্থীর ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এ সময় হামলাকারীসহ দুইজন নিহত ও ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে দেশটির কাওয়াসাকি শহরে এ ঘটনা ঘটে।

কাওয়াসাকি ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল শিক্ষার্থীরা।

আচমকা তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় এক দুর্বৃত্ত। এতে ১৬ শিক্ষার্থী আহত ও এক স্কুলছাত্রী নিহত হন।

এ সময় সন্দেহভাজন হামলাকারী নিজের ঘাড়ে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় আটক করা হলেও, কিছুক্ষণ পরই তিনি মারা যান।

হামলার কারণ এখনো জানা যায়নি।    

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা পৌঁছেছেন। তাবু খাটিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাপান বিশ্বের সবচেয়ে কম সহিংসতাপূর্ণ একটি দেশ। তবে দেশটিতে সম্প্রতি ছুরিজাতীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা কিছুটা বেড়েছে।  

২০১৬ সালে জাপানের একটি মানসিক পরিচর্যা কেন্দ্রে সাবেক কর্মীর ছুরিকাঘাতে ১৯জন আহত হন।

এর আগে, ২০০৮ সালে টোকিওতে এক ব্যক্তি মার্কেটের ভিড়ের মধ্যে ট্রাক উঠিয়ে দেন ও সবাইকে ছুরিকাঘাত করতে থাকেন। এ ঘটনায় সাতজন মারা যান।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।