ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেই জলবায়ু কিশোরী গ্রেটা’র ‘বিকল্প নোবেল’ জয় 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
সেই জলবায়ু কিশোরী গ্রেটা’র ‘বিকল্প নোবেল’ জয় 

মাত্র ১৬ বছর বয়সে বিশ্বব্যাপী আলোচনায় থাকা জলবায়ু অধিকার বিষয়ক কর্মী, সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ ‘বিকল্প নোবেল’ সম্মাননা ‘রাইট লাইভলিহুড পুরস্কার-২০১৯’-এ ভূষিত হয়েছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সুইডেনের রাইট লাইভলিহুড ফাউন্ডেশন এক বিবৃতিতে এ কথা জানায়। আরও তিনজনের সঙ্গে যৌথভাবে গ্রেটাকে এ পুরস্কার দেওয়া হলো।

 

বিবৃতিতে রাইট লাইভলিহুড জানায়, বিশ্বব্যাপী জলবায়ু সমস্যা নিরসনে দ্রুত বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণে রাজনৈতিক দাবির পথ প্রশস্ত ও অনুপ্রাণিত করায় গ্রেটাকে এ পুরস্কার দেওয়া হলো।   

সর্বশেষ গত সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে চলমান জাতিসঙ্ঘ সম্মেলনে জলবায়ু বিষয়ক বৈঠকের শুরুতেও জ্বালাময়ী এক ভাষণে জলবায়ু পরিবর্তন রোধে ব্যর্থতার অভিযোগে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করে এ কিশোরী।  

বছরখানেক আগে সুইডিশ পার্লামেন্টের সামনে একাই সপ্তাহব্যাপী জলবায়ু বিষয়ক এক প্রতিবাদে অংশ নেয় গ্রেটা। শুধু তাই নয়, জাতিসঙ্ঘের এবারের সম্মেলনে জলবায়ু সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকারকে জোর তাগিদ দিতে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) নবীন এ অধিকারকর্মীর অনুপ্রেরণাতেই বিশ্বব্যাপী লাখ লাখ তরুণ-তরুণী রাস্তায় নেমে আসে।  
   
গ্রেটার সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন- ব্রাজিলের ইয়ানোমামি গোত্রের আদিবাসী নেতা ডেভি কোপেনওয়া, চীনা নারী অধিকারকর্মী গুয়ো জিয়ানমেই ও পশ্চিম সাহারর মানবাধিকারকর্মী আমিনাতু হায়দার।  

রাইট লাইভলিহুড জানায়, এ পুরস্কারের মধ্য দিয়ে আমরা চার বাস্তবানুগ দ্রষ্টাকে সম্মানিত করলাম। এরা সবাই বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে নিজেদের অনিবার্য অধিকার রক্ষা ও আগামীতে একটি বসবাসযোগ্য পৃথিবী তৈরির সংগ্রামে অনুপ্রাণিত করেছেন।   

বিকল্প নোবেল বলে পরিচিত এ পুরস্কারের মূল্যমান বাংলাদেশি অর্থমূল্যে প্রায় সাড়ে আট কোটি টাকা। চার পুরস্কারবিজেতার মধ্যে তা ভাগ হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।