ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতিবাজদের গুলি করুন, জেল হবে না: দুতের্তে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
দুর্নীতিবাজদের গুলি করুন, জেল হবে না: দুতের্তে রড্রিগো দুতের্তে। ছবি: সংগৃহীত

সরকারি কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তাকে গুলি করার পরামর্শ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। তবে, এমনভাবে গুলি করতে হবে, যেন তিনি মারা না যান। এমনটা হলে আক্রমণকারীকে সমর্থন দেবেন প্রেসিডেন্ট নিজেই এবং এর জন্য তাকে জেলেও যেতে হবে না।

সম্প্রতি দেশটির বাটান শহরে বিশেষ ব্যবসায়িক জোনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এ ঘোষণা দেন দুতের্তে।  

ফিলিপিনো প্রেসিডেন্ট বলেন, আপনি ট্যাক্স দেন, বিল দেন বা কোনো সনদ নেন; আর কোনো কর্মকর্তা যদি ঘুষ দাবি করেন, তাকে মারুন।

যদি অস্ত্র থাকে, তাকে গুলি করতে পারেন, তবে হত্যা করবেন না।

তিনি বলেন, আমি আপনার পক্ষ নেবো। যদি এ ঘটনা আমার কার্যালয় পর্যন্ত আসে, আমি অভিযোগকারীকে ডেকে বলবো, তাকে (আক্রমণকারী) তিনবার চড় মারতে।

সংস্কারপন্থি হিসেবে পরিচিত দুতের্তে আগেও বিভিন্ন মন্তব্যের জন্য বেশ আলোচিত-সমালোচিত হয়েছেন। তার নতুন বক্তব্য নিয়েও দেশ-বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা। এমন বক্তব্য দেশে অপরাধের মাত্রা বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন অনেকেই।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।