ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাল্টা জবাবে পাকিস্তানে ভারতের হামলা, ৫ সেনা হত্যার দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
পাল্টা জবাবে পাকিস্তানে ভারতের হামলা, ৫ সেনা হত্যার দাবি প্রতীকী ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে দুই সেনাসহ তিন জন নিহত হওয়ার পাল্টা জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। এ হামলায় অন্তত পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার (২০ অক্টোবর) কাশ্মীরের কুপওয়ারা সীমান্তের ঠিক বিপরীত পাশে নীলম উপত্যকায় ভারতীয় সেনাদের কামানোর গোলায় পাকিস্তানি সন্ত্রাসীদের চারটি ঘাঁটি ধ্বংস হয়েছে। এসময় অন্তত পাঁচ পাকিস্তানি সেনাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

এর আগে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার সকালে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। এতে তাদের দুই সেনাসহ এক বেসামরিক নাগরিক নিহত ও আরও তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন> কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে নিহত ৩

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।