ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারে সামরিক ঘাঁটিতে হামলা, ৭১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
নাইজারে সামরিক ঘাঁটিতে হামলা, ৭১ সেনা নিহত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৭১ সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

এতে অন্তত ৭১ সেনা প্রাণ হারিয়েছেন। এর আগে সোমবারও (৯ ডিসেম্বর) সেখানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

পার্শ্ববর্তী দেশ মালির সীমান্তে অবস্থিত নাইজারের ওই এলাকায় প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে সন্ত্রাসীরা। একইভাবে এ ধরনের হামলা চালানো হয় মালিতেও।

এদিকে এক টুইটার বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহামাদু ইসৌফৌ।

নাইজার, মালি, মৌরিতানিয়া, চাদ, বুরকিনা ফাসো- এ পাঁচটি দেশ মিলে সন্ত্রাসবাদ ও জঙ্গিহামলা প্রতিরোধে জি-৫ গঠন করলেও দেশগুলোতে সন্ত্রাসী হামলা ও সহিংসতা বেড়েই চলেছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।