ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঝড়-বন্যায় স্পেন-পর্তুগালে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ঝড়-বন্যায় স্পেন-পর্তুগালে নিহত ৫ পর্তুগালের পোরতো শহরে বন্যায় ডুবে যাওয়া রাস্তা। ছবি: বাংলানিউজ

ঝড় এবং এর ফলে সৃষ্ট বন্যায় স্পেন ও পর্তুগালে পাঁচজনের প্রাণহানি হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এলসা নামের এ ঝড় বুধবার (১৮ ডিসেম্বর) ইউরোপের আইবেরিয় উপদ্বীপের এ দু’দেশে প্রথম আঘাত হানে এবং বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এর তীব্রতা বাড়ে।

ঝড়ে ঘরবাড়ি বিনষ্ট হওয়ার পাশাপাশি দেশ দুটির বিদ্যুৎ সরবারহ ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ফেবিয়ান নামের অপর এক ঝড় এলসার পরপর আঘাত হানবে।

পর্তুগালের সরকারি সূত্র জানায়, ঝড়ে রাজধানী লিসবনের কাছে মন্টিজু শহরে গাছ পড়ে একজন ও উত্তর পর্তুগালের ক্যাস্ত্রো দায়ারে ঘর বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন।

এদিকে স্পেন সরকারের মুখপাত্র জানান, ঝড়ের ফলে বন্যায় ভূমিধ্বসে অ্যাসটুরিয়াসে একজন, গ্যালিশিয়ায় দেয়াল ধ্বসে পড়ে একজন এবং ক্যাস্টিল ও লিওন রাজ্যে বন্যায় ভেসে একজন নিহত হয়েছেন।

স্পেনীয় কর্তৃপক্ষ জানায়, এলসার প্রভাবে দক্ষিণ ও মধ্য স্পেনের পরিস্থিতি আরও বিপর্যস্ত হতে পারে। অন্যদিকে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে উত্তর স্পেনে ফেবিয়ান আঘাত হানবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।