ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশ পুলিশের ‘ঘাড় ধাক্কা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশ পুলিশের ‘ঘাড় ধাক্কা’ প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

সদ্য গ্রেফতার পুলিশের সাবেক এক কর্মকর্তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে বাধা দিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। এসময় তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

লক্ষনৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে কংগ্রেসের এ সাধারণ সম্পাদক দাবি করেছেন, উত্তর প্রদেশের বাসিন্দা অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা এসআর দারাপুরির বাড়িতে যাওয়া থেকে বিরত রাখতে এক নারী পুলিশ তাকে ঘাড় ধরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে।

পরে তিনি একটি স্কুটি নিয়ে দারাপুরির বাড়িতে যান।

প্রিয়াঙ্কা বলেন, উত্তর প্রদেশের পুলিশ আমার গতিরোধ করে। আমি দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। সেখানে যাওয়া ঠেকাতে এসময় তারা আমার ঘাড় ধরে ধস্তাধস্তি করেছে।

‘এভাবে পুলিশ সড়কের মাঝখানে আমাকে কোনোভাবেই দাঁড় করাতে পারে না। বিজেপি সরকারের এ আচরণ কাপুরুষোচিত। ’

যদিও উত্তর প্রদেশ পুলিশ প্রিয়াঙ্কার সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশের দাবি, তারা শুধুমাত্র প্রিয়াঙ্কার বহরকে সড়কে থামিয়েছিল, এটুকুই।

লক্ষনৌ পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট কালানিধি নাইথানি বলেন, এক নারী পুলিশ সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। সে আমাকে বলেছে, দায়িত্ব পালনের জন্য যতটা দরকার শুধুমাত্র তা করার চেষ্টা করেছে ওই পুলিশ সদস্য।

নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এর প্রতিবাদ করার কারণে সম্প্রতি গ্রেফতার করা হয় উত্তর প্রদেশের বাসিন্দা অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা এসআর দারাপুরিকে।

বিক্ষোভের সঙ্গে রাজ্যজুড়ে জড়িত প্রায় ১ হাজার ১১৩ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আরও প্রায় ৫শ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।