ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা, আহত ৬

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। গ্রিন জোন এলাকায় সরকারি ভবন এবং বিদেশি মিশনগুলো অবস্থিত।

রোববার (০৫ জানুয়ারি) খাতুশা রকেট দিয়ে হামলা চালানো হয়। ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

ইরাকি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বাগদাদে ৬টি খাতুশা রকেট ছোড়া হয়েছে। এরমধ্যে ৩টি গ্রিন জোনে এবং বাকি ৩টি জাদরিয়া এলাকায় পড়েছে।

পুলিশের বরাতে খবরে বলা হয়, এ হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানিকে ইরাকে হামলা চালিয়ে হত্যার ঘটনায় দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করার ঘণ্টাখানেক পরেই বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট হামলা হয়।

রোববার (০৫ জানুয়ারি) টানা দ্বিতীয় রাতে হামলার ঘটনা ঘটলো। এটি শেষ দুই মাসের মধ্যে গ্রিন জোনে ১৪তম বারের মতো হামলার ঘটনা।

এর আগে শনিবারও (০৪ জানুয়ারি) বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশের মার্কিন বিমানঘাঁটিতে একযোগে ৫টি রকেট হামলা চালানো হয়েছিল

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানি।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।