ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অটোয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
অটোয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ১

কানাডার রাজধানী অটোয়ায় বন্দুকধারীর হামলার গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ গুলির এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। তবে প্রাথমিক হামলার কারণ বা নিহত হওয়ার কোনো খবর আসেনি।

পুলিশ জানায়, অটোয়ার পার্লামেন্ট হিলের দক্ষিণে উপশরের গিলমোর স্ট্রিটের ৪০০ ব্লকে গুলির এ ঘটনা ঘটেছে। এক বন্দুকধারীকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে সন্ধান চালাচ্ছে। পুলিশ মামলাটি গ্রহণ করেছে। তদন্তকারীরা তদন্ত কাজ শুরু করেছে।

কেন্ট এবং লিয়নের মধ্যবর্তী গিলমোর স্ট্রিট রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। লোকজনকে ওই এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০ আপডেট: ২০৩২ ঘণ্টা
জেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।