ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৮০ টন ওজন বহনে সক্ষম কার্গো প্লেন বানাচ্ছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
১৮০ টন ওজন বহনে সক্ষম কার্গো প্লেন বানাচ্ছে রাশিয়া!

১৮০ টন ওজন বহনে সক্ষম কার্গো প্লেন বানাতে যাচ্ছে রাশিয়া। প্লেনটির অ্যারোডাইনামিক মডেল তৈরির কাজ শেষ।ইতোমধ্যে ‘হাতি’ হিসেবে খ্যাতি পেয়ে গেছে কার্গো প্লেনটি!

এ কার্গো প্লেনটি ৭ হাজার কিলোমিটার পর্যন্ত ৮৫০ কিলোমিটার গতিতে উড়ে যেতে পারবে।  এর উড্ডয়ন বা অবতরণের জন্য দরকার হবে তিন কিলোমিটার রানওয়ে।

রুশ বার্তা সংস্থা আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়, স্বপ্নের এ ‘হাতি’কে আকাশে উড়াতে হলে পাড়ি দিতে হবে বহু পথ। দেশটির সেন্ট্রাল অ্যারোহাইড্রোডাইনামিক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মাত্র এ এয়ারক্র্যাফটটির অ্যারোডাইনামিক মডেল তৈরি করেছেন।

অ্যারোডাইনামিক মডেল।  ছবি: সংগৃহীত

মডেলটিতে প্লেনটির ডানা ১.৭৫ মিটার এবং এর ওজন ১২০ কেজি। অর্থাৎ কোনো প্রকৃত হাতির চেয়ে অবশ্যই ছোট। অ্যালুমিনিয়াম ধাতু ও স্ট্রাকচারাল স্টিল দিয়ে তৈরি এ রেপ্লিকা আগামী বছর নির্ধারিত ওয়াইন্ড টানেলে পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।

এএন-১২৪ রুসলানের জায়গা দখল করবে নতুন এ কার্গো প্লেন।  রাশিয়া সামরিক এবং বেসামরিক উদ্দেশ্যে এএন-১২৪ রুসলানের এয়ারক্র্যাফট ব্যবহার করে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।