ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে যুক্তরাজ্যে এক বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
করোনা ভাইরাসে যুক্তরাজ্যে এক বাংলাদেশির মৃত্যু ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এক ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

কোভিড-১৯ রোগে শনাক্ত হওয়ার পাঁচ দিনের মাথায় যুক্তরাজ্যের ম্যানচেস্টারের এক হাসপাতালে মারা যান ওই ব্রিটিশ-বাংলাদেশি।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনি ইতালি ভ্রমণে যান। সেখানে তিনি দু’ সপ্তাহ ছিলেন। সে সময়ই ইতালিতে কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তখনই তিনি আক্রান্ত হয়েছেন।

রোববার (০৮ মার্চ) নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬০ বছর বয়সী ওই ব্রিটিশ বাংলাদেশি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।