ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে করোনায় ১ম মৃত্যু, ভারতে ২য়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
দিল্লিতে করোনায় ১ম মৃত্যু, ভারতে ২য়

বিশ্বব্যাপী মহামারির আকার নেওয়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ভারতের রাজধানী দিল্লিতে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর বয়স ৬৯ বছর।

শুক্রবার (১৩ মার্চ) রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি এ খবর জানায়। বৃহস্পতিবার (১২ মার্চ) কর্নাটকে ভারতে এ ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

কর্নাটকে মৃত ওই ব্যক্তির বয়সও ছিল ৭৬ বছর। তিনি সৌদি ফেরত ছিলেন। তবে দিল্লিতে মৃত বৃদ্ধার বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের ৮১টি ঘটনা ঘটেছে। করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বুধবার (১১ মার্চ) সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত সরকার।  

তবে কূটনৈতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, সরকারি, চাকরি ভিসায় ছাড় দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

এদিকে সবচেয়ে বেশি আক্রান্তের খবর এসেছে কেরালা, মহারাষ্ট্র, এবং উত্তরপ্রদেশ থেকে।  

গত বছরের ডিসেম্বরে চীনের উহানের খাবারের বাজারে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত এ ভাইরাসের থাবায় পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।  
করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।