বুধবার (২৫ মার্চ) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে হামলার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, স্থানীয় সময় সকাল ৭টা ৪৫মিনিটে কাবুলের পুরনো শহরের শোর বাজারে অবস্থিত এ গুরুদুয়ারায় হামলা চালায় বন্দুকধারীরা।
এদিকে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় এ পর্যন্ত ১১ জন নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছেন।
আফগান আইনসভার শিখ সদস্য নরেন্দ্র সিং খালসা সংবাদমাধ্যমকে জানান, হামলায় পরপর তিনি গুরুদুয়ারা থেকে এক প্রার্থনাকারীর ফোন পান।
তিনি জানান, প্রায় ১৫০ জন প্রার্থনাকারী হামলার কারণে গুরুদুয়ারায় আটকে পড়েছেন।
প্রাথমিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার না করেনি। তবে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটবার্তায় জানিয়েছেন, তালেবান এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এবি