রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সোফি বলেন, ‘আমি এখন খুব ভালো অনুভব করছি।
গত ১২ মার্চ ট্রুডোর অফিস থেকে জানানো হয়, সোফি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লন্ডন থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
এ ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী ট্রুডো ও তার পরিবার সেলফ আইসোলেশনে ছিলেন। তিনি ও তার তিন সন্তানের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি।
নিজ বাড়িতে থেকেই প্রধানমন্ত্রীর সব কার্যক্রম পরিচালনা করছেন ট্রুডো। শনিবার স্ত্রীর সুস্থতার খবর জানান তিনি। তবে কানাডাবাসীর সামনে উদাহরণ তৈরির জন্য বাড়ি থেকেই কাজ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
কানাডায় এখন পর্যন্ত ৫ হাজার ৬১৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৬১ জন। এছাড়া, সুস্থ হয়ে উঠেছেন ৪৪৫ জন।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এফএম