ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এক স্প্রেতে করোনা থেকে মিলবে ৯০ দিনের সুরক্ষা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এক স্প্রেতে করোনা থেকে মিলবে ৯০ দিনের সুরক্ষা!

ঢাকা: একবার স্প্রে করলে ৯০ দিন করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পাওয়া যাবে।

দীর্ঘ ১০ বছরের চেষ্টায় এমনই এক জীবণুনাশক তৈরি করেছে হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইচকিউএসটি) গবেষকরা।  

এইচকিউএসটি অ্যাডজান্ট প্রফেসর জোসেফ কোয়ান জানান, পাবলিক প্লেস, লিফটের বাটনে, সিঁড়ির হাতলে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে।

এসব জায়গায় এই জীবানুনাশকটি স্প্রে করলে এক ধরনের প্রলেপ তৈরি হবে। প্রলেপটি শুকানোর পরও ব্যাকটেরিয়া, ভাইরাস এবং স্পোরগুলিকে মেরে ফেলতে সক্ষম যা ৯০ দিন সুরক্ষা দিতে পারে।  

গবেষকরা জানায়, হংকং শহরের শপিংমল, স্কুল, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ জীবাণুনাশকটি গ্রহণ করেছে। ইতোমধ্যে তারা এই জীবাণুনাশকের ব্যবহার শুরু করেছে।

এদিকে, বোরবার (২৭ এপ্রিল) হংকংয়ে কোনো নতুন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৩ জন, মৃত্যু হয়েছে চারজনের।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।