ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘর্ষ, ৩ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৬, ২০২০
লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘর্ষ, ৩ ভারতীয় সেনা নিহত

বিতর্কিত লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের ১ সেনা কর্মকর্তা ও দুই জওয়ান নিহত হয়েছেন। ওই সংঘর্ষে চীনের সেনাও নিহত হয়েছে বলে দাবি ভারতের।

মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (১৫ জুন) রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।  
    
সম্প্রতি বিতর্কিত লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এরই সূত্র ধরে দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন করেছে। কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধানে দুই পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরই মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটলো।  

ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, ওই ৩ সেনা গুলিবিদ্ধ হয়ে নয়, চীনা বাহিনীর সঙ্গে মল্লযুদ্ধে নিহত হয়েছেন। এ নিয়ে বর্তমানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন।  

১৯৭৫ সালের পর এই প্রথম ভারত-চীনের মধ্যে প্রাণহানি হওয়ার মতো এমন সংঘর্ষের ঘটনা ঘটলো। ১৯৬২ সালে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।