ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেনাবাহিনীতে করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
সেনাবাহিনীতে করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল চীন

বিশ্ব করোনা ভাইরাসের ভ্যাকসিনের সন্ধানে ব্যস্ত। এরমধ্যে বেশ কটি ওষুধের ট্রায়াল প্রায় শেষ পর্যায়ে। এমনই এক সময়ে চীনা সেনাবাহিনীর গবেষক দল ও একটি বায়োটেক ফার্মের যৌথ উদ্যোগে তৈরি করোনার ভ্যাকসিন বাহিনীতে ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি।

সোমাবর (২৯ জুন) থাইল্যান্ডভিত্তিক গণমাধ্যম ব্যাংকক পোস্ট এমন তথ্য জানায়।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। আর এ রোগের ভ্যাকসিন আবিষ্কারে চীনা প্রতিষ্ঠানগুলো বেশ এগিয়ে রয়েছে।

চীনা সেনাবাহিনীতে ব্যবহারের অনুমতি দেওয়া ভ্যাকসিনটি ক্যানসিনো এবং বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি যৌথভাবে তৈরি করেছে।

ক্যানসিনো বায়োলজিস বলছে, চীনা সেনাবাহিনীর করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো ফল পাওয়া গেছে। এটি ২৫ জুন থেকে এক বছরের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।