ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
ভারতে ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু ছবি: সংগৃহীত

ভারতে কয়দিন আগে টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এরপর দেশটিতে ফেসবুক ও হোয়াটসের বিকল্প হিসেবে এলিমেন্টস (Elyments) নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) এক ভার্চ্যুয়াল সভায় ভারতের উপ-রাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু ওই অ্যাপটির উদ্বোধন করেন।

এলিমেন্টসকে বলা হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ‘সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ’।

এক হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার মিলে ওই অ্যাপটি তৈরি করেছেন। মোট আটটি ভারতীয় ভাষায় সেটি ব্যবহার করা যাবে।

অ্যাপ দেখাচ্ছেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু। প্রথমে গুগল প্লে অথবা অ্যাপেল স্টোর থেকে ওই অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটিতে বিভিন্ন আকর্ষণীয় ফিচার রয়েছে। ক্যামেরায় থাকছে ইন-বিল্ড ফিল্টার ও অগমেন্টেড রিয়ালিটি ফিগার। পাওয়া যাবে বিভিন্ন খবরের আপডেট।  

এদিকে এক লাখের বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন। এই অ্যাপের মাধ্যমেও ফেসবুকের মতোই বন্ধু-পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।