ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
লেবাননে শক্তিশালী  বিস্ফোরণ,  নিহত ১০ ছবি সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের ওই শক্তিশালী বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।   

বড় ধরণের এ বিস্ফোরণে বৈরুত বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ভাঙ্গা কাঁচের টুকরো পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।  

আল জাজিরা জানায়, লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাছান বলেছেন, বিস্ফোরণে শতাধিক মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণে লাগা আগুন নেভানোর জন্য হেলিকপ্টার পাঠানো হয়।  
ছবি সংগৃহীত
বন্দরে থাকা একটি ইটালিয়ান জাহাজের ক্যাপ্টেন ওরিয়েন্ট কুইন আল জাজিরাকে জানান, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন।  যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ক্যাপ্টেন বলেছেন, তিনি যখন রুমে যান, তখন তার শরীর রক্তে মাখা ছিল।  

বৈরুতের বাসিন্দা নাদা হামজা বলেছেন, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখনও বেঁচে আছি।  

এ ঘটনায় প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার (৫ আগস্ট) দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।