ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেলুচিস্তানের প্রফেসরকে ‘অপহরণ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
বেলুচিস্তানের প্রফেসরকে ‘অপহরণ’ ‘অপহৃত’ হলেন বেলুচিস্তানের প্রফেসর লিয়াকত সানি বেঙ্গুলজারি।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় ভ্রমণ করার সময় এক বেলুচ প্রফেসরকে ‘অপহরণ’ করা হয়েছে। সেসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষক ছিলেন।

ডন জানায়, অপহৃত ওই প্রফেসরের নাম লিয়াকত সানি বেঙ্গুলজারি। অন্য দুই শিক্ষকের নাম— প্রফেসর শাব্বির শাহওয়ানি এবং প্রফেসর নিজাম শাহওয়ানি। এ দুই শিক্ষককে কেতা-তাফতান মহাসড়কের কনক এলাকায় পাওয়া গেলেও লিয়াকত সানির কোনো হদিস মেলেনি।

বেলুস্তান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, ড. লিয়াকত সানিসহ তিন শিক্ষক কেতা থেকে খুজদারের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। কিন্তু তারা খুজদার পৌঁছানোর আগেই অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা মাসতুঙ এলাকায় পথের মধ্যে তাদের গাড়ি থামিয়ে বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে তাদের অপহরণ করে। পরে মাসতুঙ জেলার পরিঙ্গাবাদ এলাকায় ওই গাড়িটি পাওয়া যায় এবং কনক এলাকা থেকে ওই দুই শিক্ষককে উদ্ধার করা হয়। তবে, লিয়াকত সানিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

বেলুচিস্তানের স্বাধীনতাকামী অসংখ্য রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবীসহ নারী ও শিশুদের গুম করেছে নিরাপত্তা সংস্থা।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।