ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশে বাস খালে পড়ে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ভারতের মধ্যপ্রদেশে বাস খালে পড়ে নিহত ৩৭

ভারতের মধ্যপ্রদেশে একটি ব্রিজ থেকে বাস খালে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। প্রদেশটির রাজধানী ভুপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে সিধি জেলায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল বলে জানা যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সকালেরর দিকে ব্রিজ থেকে সোজা খালে গিয়ে পড়ে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৬ জন নারী এবং একজন শিশু। জানান সিধি জেলা পুলিশ কর্মকর্তা ধর্মবীর সিং।

দুর্ঘটনার খবরে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে নিহত প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীও শোক জানিয়ে অমিত শাহর সঙ্গে ভিডিও কনফারেন্সে একটি গুরুত্বপূর্ণ মিটিং বাতিল করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ৫ লাখ রুপি করে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।