ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রিন্স ফিলিপ হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
প্রিন্স ফিলিপ হাসপাতালে প্রিন্স ফিলিপ। ছবি: সংগৃহীত

ঢাকা: অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ বছর বয়সী ব্রিটিশ রাজপুত্র প্রিন্স ফিলিপ। অবস্থা গুরুতর না হলেও ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকে লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হলেও ৯৪ বছর বয়সী রাণী এলিজাবেথ উইন্ডসরেই রয়েছেন।

বাকিংহ্যাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

বাকিংহ্যাম প্যালেসের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ব্রিটিশ রাজপুত্র গাড়িতে চড়েই হাসপাতালে গেছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে সেখানে ভর্তি হয়েছেন তিনি। আগামী কয়েকদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

প্রিন্স ফিলিপ ও তার স্ত্রী রানি এলিজাবেথ করোনা ভাইরাস মহামারির কারণে লকডাউনের সময় ইংল্যান্ডের উইন্ডসর প্রাসাদেই ছিলেন। গত মাসে ব্যক্তিগত চিকিৎসকের সাহায্যে করোনা ভ্যাকসিন নিয়েছেন এই দম্পতি।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
পিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।