ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রেকর্ড খাদ্যশস্য উৎপাদনের পথে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
রেকর্ড খাদ্যশস্য উৎপাদনের পথে ভারত

ভারত সরকারের দ্বিতীয় অগ্রিম হিসাব অনুযায়ী, ২০২০-২১ সালে দেশটি ২৯৭ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন করতে পারে, যা এ যাবৎকালের মধ্যে বেশি।  

তবে এ বছর ৩০১ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

 

ভারতের কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা আশা করি লক্ষ্যমাত্রা পূরণ হবে। এই বছরের উৎপাদন চূড়ান্ত করার আগে আরো তিনটি অনুমান করা হবে। এই সংখ্যা পরবর্তী অনুমানে বেড়ে যাবে।

তিনি জানান, দ্বিতীয় অগ্রিম অনুমান শিগগিরই প্রকাশ করা হবে। অনুমান অনুযায়ী গমের উৎপাদন ১০৭ ও চালের উৎপাদন ১১৯ মিলিয়ন টন স্পর্শ করতে পারে।  

ওই কর্মকর্তা বলেন, ডা উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন আমাদের লক্ষ্য ভোজ্য তেল আমদানির ওপর নির্ভরতা কমানো। আর সে কারণে তৈলবীজ উৎপাদন বৃদ্ধি করা। এ বছর আমরা ৩৪ মিলিয়ন টন অতিক্রম করতে পারি। আগামী বছরগুলোতে তৈলবীজের উৎপাদন বাড়বে।  

করোনা মহামারি এবং কৃষক আন্দোলনের মধ্যে ফসল উৎপাদনের এই রেকর্ড সত্যিই উল্লেখ করার মতো।  

কর্মকর্তাদের দাবি, দেশে এখন পর্যন্ত কৃষি কর্মকাণ্ডে মহামারি এবং কৃষক আন্দোলন কোনো প্রভাব ফেলতে পারেনি। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।