ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে চীনের একতরফা প্রচেষ্টা নিয়ে জাপানের উদ্বেগ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
সাগরে চীনের একতরফা প্রচেষ্টা নিয়ে জাপানের উদ্বেগ 

পূর্ব ও দক্ষিণ চীন সাগরের অবস্থা পরিবর্তনে চীনের একতরফা প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

জি-৭-এর এক টেলিকনফারেন্সে অংশ নিয়ে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

 

তিনি বলেন, যা বলার দরকার তা জাপান বলভে এবং বেইজিংয়ের কাছ থেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে।

জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার পর নেতারা একটি টেলি কনফারেন্সের আয়োজন করেন। জি-৭ প্রথম বৈঠকে ছিলেন সুগা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

করোনা মহামারি সম্পর্কে সুগা বলেন, সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকে জনগণের জীবন ও জীবিকা রক্ষায় আমি সংকল্পবদ্ধ।  

তিনি বলেন, গত বছর থেকে অনেক কিছু শিখেছি এবং যা বিশ্বাস করি তা বাস্তবায়ন করেছি।  

টিকা বিতরণ দ্রুত করতে তিনি জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ২০০ মিলিয়ন ডলারে টিকা কেনার জন্য একটি বৈশ্বিক উদ্যোগে জাপানের অবদান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সুগা এই গ্রীষ্মে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। সূত্র: ফাইন্যান্সিয়াল পোস্ট

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।