ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরও একটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
আরও একটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী

বিশ্বসভায় আরও একবার সম্মানিত হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাপ্তির ঝুলিতে যুক্ত হতে চলেছে আরও আন্তর্জাতিক পুরস্কার।

 

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায়, পরিবেশের স্থায়ী উন্নয়নে অবদান রাখার জন্য ‘সেরাউইক’ গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

ভার্চ্যুয়ালি ‘সেরাউইক কনফারেন্স-২০২১’ অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ মার্চ পর্যন্ত। এ সম্মেলনে নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন। এ সভাতেই তাকে পুরস্কৃত করা হবে।

পরিবেশের উন্নয়নে ভালো কাজের জন্য দেশের বিভিন্ন মহলে যেমন প্রশংসা পেয়েছেন প্রধানমন্ত্রী তেমনই অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও তার কাজের প্রশংসা করেছেন।  

এর আগে নরেন্দ্র মোদী সারা বিশ্বে টুইটারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতার পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।