ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের ঘাড়ে অযোগ্য ব্যক্তিদের চাপিয়ে দেওয়া হয়েছে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
পাকিস্তানের ঘাড়ে অযোগ্য ব্যক্তিদের চাপিয়ে দেওয়া হয়েছে 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন বিরোধী দলীয় নেতা জাভেদ লতিফ।  রোববার তিনি বলেন, জাতির ঘাড়ের ওপর কিছু অযোগ্য ব্যক্তিকে আরোপ করা হয়েছে।

নিজের বাসভবনের বাইরে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন লতিফ।  

বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) ব্যানারে লং মার্চের প্রস্তুতি নিতে কর্মীদের নির্দেশ দিয়ে লতিফ বলেন, এই অযোগ্য সরকারের হাত থেকে মুক্তি পাওয়াই এই মিছিলের উদ্দেশ্য। মিছিলের জন্য সবার উচিত শহরের প্রতিটি এলাকা এবং ইউনিয়ন পরিষদ ত্যাগ করা।

তিনি আরো বলেন, যদি কেউ পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মকে ‘ডুবে যেতে’ বা পতনের দিকে এগিয়ে যেতে দেখে, তাহলেও তারা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়ার ভয়ে চুপ করে থাকবে বলে বলে মনে করি।  

লতিফ বলেন, আমাকে বিশ্বাসঘাতক বলে ডাকো, আমাকে ফাঁসি দাও। কিন্তু যতদিন আমরা বেঁচে আছি, ততদিন আমরা পাকিস্তানকে ডুবে যেতে দেব না।

এই মন্তব্যের পর পিটিআই মধ্য পাঞ্জাব লতিফের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।