ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে আক্রান্ত ১৩ কোটি ছাড়ালো, ১ দিনে মৃত্যু ১১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
বিশ্বে আক্রান্ত ১৩ কোটি ছাড়ালো, ১ দিনে মৃত্যু ১১ হাজার

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ৬ লাখ ৮৪ হাজার মানুষের দেহে মিলেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাবিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ১ লাখ ৫১ হাজার ৮শর বেশি।

 

আর গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষ মৃত্যু। যার শীর্ষে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে ব্রাজিল। সবশেষ ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজারসহ দেশটির মোট প্রাণহানি তিন লাখ ২৫ হাজার ছাড়ালো।  

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৯৫৫ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে ৫ লাখ ৬৬ হাজার ছাড়ালো প্রাণহানি। এদিন করোনায় ৬২১ জনের মৃত্যুর রেকর্ড গড়েছে পোল্যান্ড। এছাড়া, ইতালি ও মেক্সিকোয় সংখ্যাটি পাঁচ শতাধিক।

ভারতে ৪৫৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমণ শনাক্ত হয়েছে ৮২ হাজার। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২৮ লাখ ৩৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।