ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগানে ছুটছেন পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগানে ছুটছেন পর্যটকরা

কাশ্মীরের জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান শ্রীনগরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মঙ্গলবার কর্মকর্তারা জানান, গত ৫ দিনে সেখানে প্রায় ৫০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন।

 

৩৫ একর জমিতে তৈরি করা এ বাগানে প্রায় ১৫ লাখ টিউলিপ আছে।  

লেফটেন্যান্ট গভর্নরের (এলজি) উপদেষ্টা বাসের আহমেদ খান ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। বাগানে করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।  

জানা গেছে, প্রথম দিন ৪,৫০০ লোক বাগানে এসেছিলেন। ফ্লোরিকালচার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলেন, গত পাঁচ দিনে দেশি ও বিদেশি পর্যটকসহ প্রায় ৪৮,০০০ পর্যটক বাগানে আসেন। সম্পূর্ণ টিউলিপ ফুল এখনো ফোটেনি। আগামী কয়েকদিনের মধ্যে সব ফুল ফুটলে অসাধারণ এক দৃশ্য তৈরি হবে।  

কাশ্মীর অবজার্ভার জানিয়েছে, পর্যটন দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, তারা এপ্রিলের প্রথম সপ্তাহে কয়েকদিনব্যাপী টিউলিপ উদযাপন উৎসবের আয়োজন করবেন। ততদিনে টিউলিপ পূর্ণ প্রস্ফুটিত হবে, আরো পর্যটক আকর্ষণ করবে।

উৎসবের আগে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এবং হরি পারবাত দুর্গের কাছে শব্দ ও আলোকসজ্জা ব্যবস্থাও বজায় রাখা হবে।

২০২০-২১ সালের শীতকালে ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট ৬২টি অ্যাসর্টমেন্ট দিয়ে প্রায় ১৫ লাখ টিউলিপ চারা রোপণ করে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।