ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় চীন

তালেবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছে চীন। পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পরই চীন এমন কথা বলল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, আফগান জনগণের স্বাধীনভাবে তাদের নিজস্ব গন্তব্য নির্ধারণের অধিকারকে সম্মান করে চীন। আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক চীন।

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানদের দখলে আসার পর দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করেছেন কয়েক হাজার মানুষ। সেখানে বিমানে ওঠার চেষ্টারত সাধারণ মানুষের চাপ সামলাতে হিমশিম খেয়ে ফাঁকা গুলি ছোড়ে মার্কিন সেনারা। সেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তারা ভিড়ের মধ্যে পিস্ট হয়ে মারা গেছেন নাকি অন্য কোনো কারণে মারা গেছেন তা এখনও জানা যায়নি।  

একটি উড়ন্ত প্লেন থেকে দুজন মানুষ পড়ে মারা গেছেন, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  
সূত্র: আলজাজিরা।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।