ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খোঁজ মিলেছে আশরাফ গনির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
খোঁজ মিলেছে আশরাফ গনির

রোববার কাবুল দখলের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। আর এই ফাঁকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

 

জানা গেছে, তিনি আফগানিস্তান থেকে পালিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন।  

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাজিকিস্তান কিংবা উজবেকিস্তানে গিয়েছেন তিনি। কিন্তু পরে দুই দেশই তা অস্বীকার করে। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছিল, প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আমেরিকায় যেতে পারেন। তবে জানা গেল আমিরাতেই থাকতে চলেছেন তিনি।  

বুধবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় নিশ্চিত করে বলতে পারে ইউএই প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিক কারণে স্বাগত জানিয়েছে।

কাবুলের রাশিয়া দূতাবাসের কর্মকর্তারা দাবি করেছেন, চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে পালিয়েছেন গনি। সূত্র: খালিজ টাইমস।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।