ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীরা নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিল্লাবেরি অঞ্চলের থেইম গ্রামে হামলা চালায়। এ সময় তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলিতে অন্তত ১৬ জন নিহত হন।

অন্যদিকে নাইজারের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলার ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।

দেশটিতে বন্দুক হামলা মহামারিতে রূপ নিয়েছে। এ ঘটনার কিছুদিন আগে একই অঞ্চলের অন্য একটি গ্রামে হামলা চালিয়ে ৩৭ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে বন্দুকধারীরা।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।