ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী আবদুল কাইয়ুম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
আফগানিস্তানের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী আবদুল কাইয়ুম

আফগানিস্তানের দখল নেওয়ার পর নতুন সরকার গঠনে মনোযোগ দিয়েছে তালেবান। ধারণা করা হচ্ছে, ৩১ আগস্টের পর সরকার গঠনের ঘোষণা দেবে তালেবান।

জানা গেছে, মঙ্গলবার তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে গুয়ানতানামো বের সাবেক কারাবন্দি মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে।

২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন জাকির। তিনি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের আট নম্বর কয়েদি ছিলেন।

আফগান যুদ্ধে অংশ না নেওয়ার শর্তে কারাগার থেকে ২০০৭ সালে মুক্তি পান জাকির। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন জর্জ ডব্লিউ বুশ।

কিন্তু মুক্তি পাওয়ার পরেই হেলমান্দ প্রদেশে সামরিক অভিযান পরিচালনা করেন তালেবান এই নেতা।  

১৫ আগস্ট কাবুল দখলের সময় প্রেসিডেন্ট ভবনে তালেবানের প্রবেশের নেতৃত্বও ছিলেন আবদুল কাইয়ুম জাকির।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২৫,২০২১
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।