ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় নিহত ১৩: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় নিহত ১৩: তালেবান

ঢাকা: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশু ও তালেবানের কয়েকজন রক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবানের এক কর্মকর্তা।

 

আফগানিস্তানের টোলো নিউজ জানায়, বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে পেন্টাগনের একজন মুখপাত্র জানান, বোমা হামলায় বেশ কয়েকজন মার্কিন ও বেসামরিক মানুষ আহত হয়েছেন।  

জানা যায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) হাজারো মানুষ আফগানিস্তানের বিমানবন্দরে থেকে দেশ ত্যাগ করার জন্য জড়ো হয়। এ সময দুইটি বিস্ফোরণ হয় বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশপথ। যেখানে গত কয়েক দিন ধরে বিপুল সংখ্যক আফগান শরণার্থীর আনাগোনা ছিলো।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আফগানিস্তানের পরিস্থিতির চরম অবনতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।