ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌন সম্পর্কের বিনিময়ে ভালো নম্বর! তারপর...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
যৌন সম্পর্কের বিনিময়ে ভালো নম্বর! তারপর...

বেশি নম্বর দেওয়ার লোভ দেখিয়ে শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করায় মরোক্কার এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার এ রায় ঘোষণা করা হয়।

 

ঘটনা গত সেপ্টেম্বরের। বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক ও শিক্ষার্থীর মেসেজ আদান-প্রদানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা মূল ধারার গণমাধ্যমগুলো প্রকাশ করে। এরপর তা আদালত পর্যন্ত গড়ায়।  

মরোক্কায় এমন ঘটনায় এই প্রথম কেউ সাজা পেলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

সাজাপ্রাপ্ত ওই শিক্ষক মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের হাসান আই ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক।  

আদালত বলেছেন, তিনি যে আচরণ করেছেন, তা অশোভনীয়, সহিংস ও যৌন হয়রানিমূলক।

ব্যভিচারে উসকে দেওয়া, লিঙ্গবৈষম্য ও নারীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নারী ও মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারা বলছেন, মরক্কোয় যৌন নির্যাতনের এমন অনেক ঘটনাই ঘটে। পরিবারের ক্ষতি হওয়ার ভয়ে কেউ আইনি ব্যবস্থা নিতে সাহস পান না।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।