ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে দূতাবাস খুলছে ইউরোপীয় ইউনিয়ন 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কাবুলে দূতাবাস খুলছে ইউরোপীয় ইউনিয়ন 

আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনীতিক কার্যক্রম চালাতে স্থায়ী দূতাবাস খুলছে ইউরোপীয় ইউনিয়ন।  

শুক্রবার (২১ জানুয়ারি) আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তোলো নিউজ।

এক টুইট বার্তায় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেন, কাবুলে স্থায়ী দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তালেবান প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।  

ইউরোপীয় ইউনিয়ন ২২০ মিলিয়ন ইউরোর মানবিক সাহায্য ছাড়াও অতিরিক্ত ২৬৮ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা করবে। এসব অর্থের একটা অংশ শিক্ষকদের বেতন পরিশোধে ব্যয় করা হবে বলে জানান আব্দুল কাহার বলখি।  

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে, আফগানিস্তানে বেশ কয়েকটি প্রকল্প চালু করছে তারা।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।