ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফাইজার-মডার্নার বুস্টারে ওমিক্রন থেকে ৯০% সুরক্ষা 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
ফাইজার-মডার্নার বুস্টারে ওমিক্রন থেকে ৯০% সুরক্ষা 

করোনা ভাইরাসের আফ্রিকান ধরন ওমিক্রন থেকে সুরক্ষা পেতে ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ বেশি কার্যকরী। যুক্তরাষ্ট্রের নতুন তিনটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।

  

রোববার (২২ জানুয়ারি) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওই গবেষণা অনুসারে, ফাইজার-বায়োএনটেক এবং মডার্না টিকার বুস্টার ডোজ ওমিক্রন থেকে সুরক্ষা দিতে পারে। এ ক্ষেত্রে ওমিক্রনে আক্রান্তরা অন্তত ৯০ শতাংশ সুরক্ষা পেতে পারেন।  

এই গবেষণার সঙ্গে যুক্ত এমা অ্যাকরসি বলেন, নতুন গবেষণা প্রমাণ করছে যে, বুস্টার ডোজ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই দুই ডোজ টিকার নেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেই ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন।  

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওমিক্রন ঠেকাতে টিকার কার্যকারিতা নিয়ে এটাই বড় ধরনের কোনো গবেষণা।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।