ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন ক্রেমলিনের ডেপুটি চিফ অব স্টাফ দিমিত্রি কোজাক (বামে) ও ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি মেশকোভ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই উত্তেজনার মধ্যেই প্রথমবার দেশ দুটির প্রতিনিধিরা আলোচনায় বসেন।

বুধবার (২৬ জানুয়ারি) প্যারিসে আট ঘণ্টা আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি।  

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মস্কো টাইমস।

আলোচনায় অংশ নেয় ফ্রান্স এবং জার্মানিও। যুদ্ধবিরতির প্রস্তাবের প্রশংসা করে এক ফরাসি কূটনীতিক বলেছেন, এটা সবুজ সঙ্কেত।

আট ঘণ্টার ওই আলোচনা কঠিন ছিল বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি। দুই সপ্তাহ পর জার্মানির বার্লিনে আবারও আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেন।

ইউক্রেন সীমান্তে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর দাবি, রাশিয়া আক্রমণ করে প্রতিবেশী দেশ ইউক্রেন দখলে নেবে। এই আক্রমণের বিরুদ্ধে অবস্থান জোরালো করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো। তবে রাশিয়া বারবার এমন অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।