ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাঁচটি রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
পাঁচটি রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে পাঁচটি রুশ বিমান এবং একটি হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন।

এরপর এসব বিমান এবং হেলিকপ্টার ইউক্রেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, যৌথ বাহিনী কমান্ডের মতে, আক্রমণকারীদের পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি

ইউক্রেনের শহরগুলোতে হামলার কথা অস্বীকার করলেও মস্কোর দাবি, সামরিক অবকাঠামো ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।