ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার আকাশসীমায় ৩৬ দেশের প্লেন চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, মার্চ ১, ২০২২
রাশিয়ার আকাশসীমায় ৩৬ দেশের প্লেন চলাচলে নিষেধাজ্ঞা ...

ঢাকা: নিজেদের আকাশসীমায় ৩৬টি দেশের প্লেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির বেসামরিক প্লেন চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে জার্মানি, স্পেন, ইতালি, কানাডাসহ ৩৬টি দেশ।

রুশ কর্তৃপক্ষ জানায়, কেবলমাত্র বিশেষ অনুমতি সাপেক্ষেই এসব দেশের প্লেন প্রবেশ করতে পারবে দেশটির আকাশসীমায়।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রাশিয়ার সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দেন। নিষেধাজ্ঞা ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, মার্চ ১, ২০২২
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।